আজকের বার্তা
আজকের বার্তা

নাজিরপুরে যুবদলের গাড়ি বহরে ছাত্রলীগের হামলা, আহত ৭


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ নাজিরপুরে যুবদলের গাড়ি বহরে ছাত্রলীগের হামলা, আহত ৭
Spread the love

বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের নাজিরপুরে ঢাকা-পিরোজপুর মহাসড়কে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবদলের গাড়ি বহরে হামলা চালিয়েছে নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এতে গুরুতর আহত হন সাবেক জেলা যুবদল সদস্য ও নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজেদুল কবির রাসেল, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক শাহরিয়ার শিশির, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রুম্মান, স্বরূপকাঠী স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন বাহাদুর, যুবনেতা মো. সবুজ, সুমন, রাজুসহ আরও অনেক নেতাকর্মী।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমীন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগানে বাধা দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।’

যুবদলের নেতৃত্বদানকারী সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ লিলন বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়নি। যুবদলের জনস্রোত দেখে ঈর্ষান্বিত হয়ে ছাত্রলীগ ও যুবলীগের কিছু সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।’

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘ছাত্রলীগ ও যুবদলের মধ্যে হামলার ঘটনা ঘটেনি। হোন্ডা (মোটরসাইকেল) শোভাযাত্রায় আমরা তাদেরকে নিরুৎসাহিত করেছি এটা অবৈধ, তারা প্রাইভেটকার, মাইক্রো নিয়ে যাবে, পরবর্তীতে আমাদের কথা মেনে নিয়ে তারা চলে গেছে।’

এর আগে ৫ সেপ্টেম্বর পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। নতুন আহ্বায়ক কমিটির নেতাদেরকে ঢাকা থেকে ফেরার পথে ফুলেল শুভেচ্ছা জানাতে মহাসড়কে জড়ো হয় নাজিরপুর উপজেলা যুবদল। এসময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে অতর্কিত হামলা চালালে যুবদলের একাধিক নেতাকর্মী আহত হন।