আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে জালিয়াতির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ ঝালকাঠিতে জালিয়াতির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ১২ জনের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি সদর থানায় মাসুদ সিকদার নামে যুবলীগের এক কর্মী এ মামলা করেন।

মামলায় বলা হয়, আসামিরা কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে জেলা যুবলীগের ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে আহবায়ক করা হয় জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকিরকে এবং সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে যুগ্ম আহবায়ক করা হয়।

পরে জানা যায় এ ধরণের কোনো কমিটি ঘোষণা করেনি কেন্দ্রীয় যুবলীগ। গত ৬ সেপ্টেম্বর শহরের ডাক্তার পট্টি এলাকায় বিষয়টির কারণ জানতে চাইলে ছাত্রলীগ নেতা মিলনসহ অভিযুক্তরা বাদীকে মারধর ও জখম করে। এ নিয়ে শহরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সৈয়দ হাদিসুর রহমানের ৮ অনুসারীকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন বলেন, আমাকে জড়িয়ে যে প্রচারণা চালানো হচ্ছে সেগুলো সবই ভিত্তিহীন। কোনো কুচক্রী মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে এসব করছে। তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে ব্যবহার করছে। আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই।

জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির বলেন, ঝালকাঠি জেলা যুবলীগের একটি কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি সম্পূর্ণ ভুয়া। এ বিষয়ে কেন্দ্র থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিভ্রান্তি দূর করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107