বার্তা ডেস্ক ॥ জেলার উজিরপুর উপজেলার বামরাইল-ঘন্ডেশ্বর সড়কের পাশ্ববর্তী দেশীয় মাছের অভয়াশ্রমের প্রবহমান সরকারি খাল দখল করে অবৈধভাবে একাধিক দোকান ঘর নির্মান করা হয়েছিলো। বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এ দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছিলো।
সরেজমিনে বিষয়টি নজরে আসে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের। তিনি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে সরকারি খাল দখল করায় চরম ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সরকারি খাল রক্ষায় জরুরি ভিত্তিতে অবৈধস্থাপনাগুলো অপসারনের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ প্রদান করেন। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) কেএম ইশমাম বলেন, ইউএনও’র নির্দেশে সরকারি খাল দখল মুক্ত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের খাল দখল করে অবৈধস্থাপনা নির্মানের ঘটনায় বিস্মিত এলাকাবাসী প্রবহমান সরকারি খাল দখল মুক্ত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনকে সাধুবাদ জানিয়েছেন।