আজকের বার্তা
আজকের বার্তা

তালতলীতে অভিমান করে স্বামী-স্ত্রীর বিষপান, মারা গেলেন স্ত্রী


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ তালতলীতে অভিমান করে স্বামী-স্ত্রীর বিষপান, মারা গেলেন স্ত্রী

বার্তা ডেস্ক বরগুনার তালতলীতে পারিবারিক কলহের জেরে অভিমান করে স্বামী-স্ত্রী দু জনই বিষ পান করেন। এতে স্ত্রী নার্গিস আক্তার (১৬) মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্বামী ইমন(২০)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী হাসপাতালে নার্গিস আক্তারের মৃত্যু হয়। এর আগে গতকাল উপজেলার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হাজিপুর এলাকার জাহিদ হাওলাদারের মেয়ে নার্গিস আক্তারের সাথে তালতলী উপজেলার ইমন হাওলাদারের সাথে প্রেমের সম্পর্ক করে বিবাহ হয়। তারা স্বামী স্ত্রী ফকিরহাট বাজারে মামা বাড়িতে মায়ের সাথে বসবাস করেন। বিয়ের কিছু দিন পর থেকেই স্বামী-স্ত্রীর ভেতরে পারিবারিক কলহ শুরু হয়। এরই জের ধরে গতকাল বুধবার রাতে স্বামী-স্ত্রী অভিমান করে উভয় বিষ পান করেন।

পরে তাৎক্ষণিক তাদের আত্মীয়-স্বজনরা তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ও কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান। এরপরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্ত্রী নার্গিসকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। স্বামী মোঃ ইমন হাওলাদার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতাল পরে পটুয়াখালী পাঠানো হয়েছে । স্ত্রীর মৃত্যু হয়েছে আর স্বামীও আশঙ্কাজনক অবস্থায় আছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107