ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে আল আলামিন মোল্লা (৪২) নামে এক এএসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানে এ মামলা করেন ভুক্তভোগী নারী। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদীর আইনজীবী খান শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামি আলামিন পটুয়াখালির দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া গ্রামের ইউনুচ মোল্লার ছেলে ও বরিশালের মুলাদি থানায় কর্মরত।
মামলা সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালে রাজাপুর থানায় অভিযোগ জানাতে যান ভুক্তভোগী নারী। এসময় এএসআই আলামিনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন সময় তার সঙ্গে ফোনে কথা বলতেন এএসআই আলামিন। অনেক সময় থানায় ডেকে আনতেন। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে গড়ে তোলেন আলামিন। ২০২২ সালের ১৬ ডিসেম্বর এক ব্যক্তিকে কাজি সাজিয়ে কয়েকটি কাগজে সই নিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে ভুক্তভোগীকে জানান এএসআই। সেদিন থেকে ২০২৩ সালের ২০ আগষ্ট পর্যন্ত আলামিন রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত থাকাকালিন ওই নারীকে বিভিন্ন হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে স্ত্রীর স্বীকৃতি ও তার কাছে রাখার দাবি করলে নির্যাতন করেন ও যোগাযোগ বন্ধ করে দেন আলামিন।
এ বিষয়ে এএসআই আলামিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ত কেটে দেন।