বার্তা ডেস্ক ॥ আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে তারা।
রোববার (৩ সেপ্টেম্বর) ক্রিকেট পাকিস্তান ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এশিয়া কাপের পর মূল স্কোয়াড ঘোষণা করতে বলা হয়েছে পিসিবিকে। যে কারণে ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক স্কোয়াডের নাম আইসিসির কাছে পাঠাবে তারা।
ইতোমধ্যে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঠিক করে ফেলেছে পিসিবির নির্বাচক কমিটি। সৌভাগ্যক্রমে সেই দলে থাকছেন টপঅর্ডার ব্যাটার সৌদ শাকিল।
তবে বাদ পড়ছেন মিডলঅর্ডার আব্দুল্লাহ শফিক, পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ ও তাইয়েব তাহির। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজ এবং এশিয়া কাপের ১৭ সদস্যের দলে ছিলেন তারা।
আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে আইসিসিতে প্রাথমিক স্কোয়াডের তালিকা পাঠাতে হবে আসন্ন একদিনের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোকে। তবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়া দলে পরিবর্তন আনতে পারবে তারা।
কিন্তু এর পরে কোনও রদবদল করতে চাইলে অবশ্যই অনুমোদন নিতে হবে। এসময়ে ইনজুরি বা চোট আক্রান্ত যেকোনও ক্রিকেটারের পরিবর্তিত খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে।
পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড :
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদি শাকিল, আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহঅধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও ওসামা মির।