বার্তা ডেস্ক ॥ বরিশাল বিভাগে গত তিন দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এসময়ে ৩৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন গৌরনদী উপজেলার কালনার আবদুস সাত্তার (৮৫), মাদারীপুরের কালকিনি উপজেলার ব্রজেশ্বর মণ্ডল (৬৫), ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেলাল (২৫) ও পটুয়াখালীর দুমকি উপজেলার আবদুল আজিজ (৬০)। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ৪৫ জন মারা গেলেন। গতাকল রোববার বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপণ্ডপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মৃত চারজনের দুজন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার গেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১-৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৪৬ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১৪ জন, পটুয়াখালীতে ৬২ জন, পিরোজপুরে ৪৬ জন, ভোলায় ৩২ জন, বরগুনা ৭৫ জন ও ঝালকাঠিতে সাতজন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪ হাজার ৬০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৩৭ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৯১৯ জন। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে বরিশালে ৩০ জন, ভোলায় সাতজন, বরগুনায় চারজন, পিরোজপুরে তিনজন ও পটুয়াখালীত একজন রয়েছেন। তিনি বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।