আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ০২, ২০২৩ ১:০০ অপরাহ্ণ কাউখালীতে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে
Spread the love

বার্তা ডেস্ক পিরোজপুরের কাউখালীতে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে চলে গেছে।

আজ শনিবার উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে বাজারে সবজির দাম এতই বেশি যে সাধারণ ক্রেতারা সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। অতিরিক্ত দামের কারণে অনেকেই এক কেজির স্থলে মাত্র আধা কেজি সবজি ক্রয় করছে। বাজার করতে এসে হাফেজ মাসুম বিল্লাহ জানান, সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে চলে গেছে। আমাদের মত সাধারন ক্রেতাদের পক্ষে সবজি ক্রয় করা কঠিন হয়ে পড়েছে।

দিনমজুর শুকুর আলী আক্ষেপ করে বলেন, অনেক আগেই মাছ মাংস কেনা বন্ধ করে দিয়েছি।এখন দেখছি সবজি ক্রয় করা বন্ধ হয়ে যাবে। ছেলেমেয়েদের নিয়ে কি খাব। হতাশার মধ্যে আমাদের দিন কাটছে। মধ্যবিত্ত ফ্যামিলিরা লজ্জায় কিছুই বলতে পারছে না।

হাটবাজারে বর্তমানে এক কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা, ১ কেজি সিম ১৮০ টাকা, ১ কেজি পেঁপে ৩০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা ৬০ টাকা, মুলা ৪০ টাকা, পটল ৫০ টাকা, ঢেরোস ৬০ টাকা, কফি ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, গাজর ১৮০ টাকা, রেহা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ২০০ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। কাঁচামাল ব্যবসায়ী আল-আমিন হোসেন বলেন, বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে গেছে এবং চাহিদা মত সবজি বাজারে সরবরাহ হচ্ছে না।এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সবজি বাজার সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করছে।

ভুক্তভোগীরা বলেন, বাজার মনিটরিং জোরদার না করলে সকল প্রকার দ্রব্যমূল্যর দাম অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছামত বাড়িয়ে বিক্রি করবে।