আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল মেডিকেলে র‍্যাগিংয়ের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি


আজকের বার্তা | প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ বরিশাল মেডিকেলে র‍্যাগিংয়ের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জি এম নাজিমুল হকের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন সংগঠনটির বরিশাল জেলা শাখার নেতারা।

সেইসঙ্গে ভবিষ্যতে র‍্যাগিং প্রতিরোধ ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিতেরও দাবি জানান বাম জোটের নেতারা।

এ সময় বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাসদের বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্ত্তী ও বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকন উপস্থিত ছিলেন।