আজকের বার্তা
আজকের বার্তা

বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরগুনার বিষখালী নদীর বেতাগী অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আহমেদ এই অর্থদণ্ড দেন।

অভিযানে বেতাগী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহমুদা খানম ও বেতাগী সদর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আবুল বাশার উপস্থিত ছিলেন। এসময় বেতাগী থানার পুলিশ তাদের সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বিষখালী নদী থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, চক্রটি দীর্ঘদিন যাবত ড্রেজার দিয়ে অনুমতি ছাড়া বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে।