আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত


আজকের বার্তা | প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ বরগুনার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত
Spread the love

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং পূর্ণিমার প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার চারটি নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের নিচু বেড়িবাঁধ উপচে বাজারে পানি ঢুকে প্লাবিত হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এবং পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানিতে বরগুনা সদর উপজেলা,পাথরঘাটা,বামনা,বেতাগী, আমতলী ও তালতলী উপজেলার নিম্নাঞ্চলের হাজার হাজার বসতঃবাড়ী, ফসলি জমি,মাছের ঘের জোয়ারের পানিতে তলিয়ে যায়। বিশেষ করে বেড়ীবাঁধের বাহিরের পরিবারগুলোকে এসময় দুর্ভোগ পোহাতে হয়।

 

বরগুনার বদরখালী ইউনিয়নের মাঝের চরের কৃষক আঃ রশিদ হাওলাদার বলেন, সামান্য জোয়ারের পানিতে আমাদের ফসলি জমি, বসতঘর এবং পুকুর তলিয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ রিং বেড়িবাঁধের দাবি করলেও কেউ গুরুত্ব দিচ্ছে না। বৃহস্পতিবার বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, খাকদন বিষখালী, বুড়ীশ্বর এবং বলেশ্বর নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব বলেন, পাথরঘাটার কাকচিড়া বাজারের বেড়িবাঁধ উপচে জোয়ারের পানিতে বাজার প্লাবিত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বাঁধের উচ্চতা বৃদ্ধির জন্য বরাদ্দ চেয়েছি।