আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে ‘ভোলা’


আজকের বার্তা | প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে ‘ভোলা’
Spread the love

টানা দ্বিতীয়বারের মত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ফলাফলে বরিশাল বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে ভোলা জেলা। জেলায় এবার পাসের হার ৯১.০৪। শুক্রবার প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

জেলার ২১৬টি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৪ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১৩ হাজার ২৪৭ জন। যাদের মধ্যে ছাত্র ৬ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ হাজার ৩৬০ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার মেয়েদের তুল ছেলেরা কিছুটা এগিয়ে রয়েছে।

 

এদিকে, বরিশাল বিভাগে সেরা হয়েছে ভোলা জেলা। এ জেলায় এবার শতভাগ পাস করেছে ৪৩টি স্কুল। শহরের স্কুলগুলোর মত গ্রামের স্কুলগুলোও এবার ভালো ফল অর্জন করেছে। বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, বিভাগে এবার মোট জিপিও-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন।

 

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর প্রচেষ্টায় এ সফলতা অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্কুলের এমন সফলতায় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।