আজকের বার্তা
আজকের বার্তা

পাথরঘাটায় প্রথমবারের মতো উপজেলা সাহিত্যমেলা


আজকের বার্তা | প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ পাথরঘাটায় প্রথমবারের মতো উপজেলা সাহিত্যমেলা
Spread the love

বরগুনার পাথরঘাটায় প্রথমবারের মতো উপজেলা সাহিত্যমেলা অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আয়োজিত সাহিত্য মেলায় উপজেলার তৃণমূলসহ সর্বস্তরের অর্ধ শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, গীতিকার, সুরকার, শিল্পীরা অংশ নেন। দু’দিনব্যাপী এ সাহিত্যমেলা চলবে।

 

বাংলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে সাহিত্যকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্দেশেই সাহিত্যমেলার আয়োজন করা হয়।

 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, বরগুনা জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার, কবি ইদ্রিস আলী খান, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, কবি খলিলুর রহমান, মির্জা শহিদুল ইসলাম খালেদ প্রমুখ।