আজকের বার্তা
আজকের বার্তা

ঘাড়ে সমস্যা তলপেটে অপারেশন, তদন্ত কমিটি গঠন


আজকের বার্তা | প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ ঘাড়ে সমস্যা তলপেটে অপারেশন, তদন্ত কমিটি গঠন
Spread the love

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ঘাড়ের সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশুর তলপেটের নিচে অস্ত্রোপচারের ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

 

জানা যায়, ঘাড় বাঁকা হওয়ার সমস্যা নিয়ে বরিশাল নগরের নথুল্লাবাদ লুৎফুর রহমান সড়কের বাসিন্দা মো. শাহজালালের ছেলে ৬ বছর বয়সী শিশু মো. রায়হানকে গত ১৬ জুলাই হাসপাতালে ভর্তি করেন। পরে গত ২২ জুলাই ঘাড়ের অস্ত্রোপচারের জন্য ওটিতে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর পোস্ট অপারেটিভ কক্ষে নেওয়া হলে সেখানে রায়হানের মা-বাবা দেখতে পায় তার তলপেটে অস্ত্রোপচার করা হয়েছে। এ নিয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ হয়।

 

বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাজমুল হককে। এছাড়া কমিটির অপর দুই সদস্য হলেন ডা. নাজমুল হাসান ও ডা. সৌরভ সুতার।

 

পরিচালক আরও জানান, আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।