আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড


আজকের বার্তা | প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড
Spread the love

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ২৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে রোববার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৮৯ জন রোগী ভর্তি আছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৮৮ জন ভর্তি হয়েছেন। ফলে এ হাসপাতালে বর্তমানে ২০৫ জন রোগী ভর্তি রয়েছেন।

 

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৭ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৪৭ জন, ভোলায় ৩৩ জন, পিরোজপুরে ৫০, বরগুনায় ১৭ ও ঝালকাঠিতে ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ৩ হাজার ১৫৭ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ৪৬৫ জন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়।