আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড


আজকের বার্তা | প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ ঝালকাঠিতে মাদক বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড
Spread the love

ঝালকাঠির নলছিটিতে মাদক মামলায় শাহিন আলম বায়েজিদ খলিফা (৩২) নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। মো. শাহিন আলম বায়েজিদ খলিফা নলছিটি শহরের সবুজবাগ এলাকার আব্দুল হালিম খলিফার ছেলে।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালে ১ জুলাই ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে নলছিটি গার্লস স্কুলের গেটের সামনে থেকে তিন হাজার পিস ইয়াবা বড়িসহ বায়েজিদকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ডিবির সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ডিবির সেই সময়ের পরিদর্শক মেহেদী হাসান ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর তদন্ত শেষে আদালতে আসামির নামে অভিযোগপত্র দায়ের করেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম।