আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় জেলেদের মাঝে জাল-গরু বিতরণ


আজকের বার্তা | প্রকাশিত: জুন ১১, ২০২৩ ২:২০ অপরাহ্ণ বরগুনায় জেলেদের মাঝে জাল-গরু বিতরণ
Spread the love

বরগুনায় মৎস্য অধিদপ্তরাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ -এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে চতুর্থ ধাপে ২৮ জন জেলের মধ্যে জাল ও পাঁচজন জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রোববার দুপুরের দিকে জেলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জাল ও বকনা বাছুর পাওয়া জেলেদের মুখে হাসি দেখা গেছে।

 

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, ফিল্ড সহকারী মনোয়ার হোসেন, আ. রহিম প্রমুখ। প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, আমি বরগুনা জেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে নৌকা, জাল ও গরু বিতরণ করে তাদের পরিবারের সক্ষমতা ধরে রাখতে পেরেছি।