আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা গ্রেফতার ৬


আজকের বার্তা | প্রকাশিত: জুন ১১, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ ঝালকাঠিতে দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা গ্রেফতার ৬
Spread the love

ঝালকাঠির রাজাপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করায় ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে রাজাপুর উপজেলার ডহর শংকর গ্রামের আলমগীর হোসেন ওরফে সিংঙ্গা আলমগীরের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। রাজাপুর থানারউপ-পরিদর্শক (এসআই)সঞ্জীব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শহীদুল ইসলাম হাওলাদার (৫৫), ঝালকাঠির গোয়ালকান্দা এলাকার বকলু হাওলাদারের ছেলে এনায়েত হাওলাদার (৪২) , লক্ষীপুর সদরের মৃত আঃ সাত্তারের ছেলে কামাল উদ্দিন (৪৫), ভোলার দক্ষিণ আইচা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আমান উল্লাহ, (৩৯), লালমোহন এলাকার মৃত শওকত হাওলাদারের ছেলে শামিম হাওলাদার, (১৮) ও নোয়াখালীর শ্রীনন্দ এলাকার মৃত আবুল মোবারকের ছেলে সৈয়দ মোঃ নিজাম উদ্দিন (৪২)। তবে এ ঘটনায় প্রতারকদের আশ্রয় দাতা আলমগীরকে আটক না করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

রাজাপুর থানায় ভুক্তভোগী মিজানুর রহমান নামে একজন বাদী হয়ে আটক ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। রবিবার দুপুরে মামলায় গ্রেফতার দেখিয়ে ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একটি মাইক্রেবাসযোগে রাজাপুর উপজেলা ডহর শংকর এলাকায় আলমগীর ওরফে সিংঙ্গা আলমগীরের বাসায় এসে রাতে খাবার খায় ওই ছয় ব্যক্তি। এর পরেই তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এবং একটি মানবাধিকার সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকার কয়েকজনকে বিভিন্ন অভিযোগে ভয়-ভীতি দেখিয়ে শাসাতে থাকে। পরে তাদের কাছে বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবি করে। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অভিযান করে তাদের ৬জনকে আটক করে থানায় নিয়ে আসলেও ছেড়ে দেয় আশ্রায়দাতা আলমগীরকে।

 

রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার বলেন, দুদক ও মানবাধিকার কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি করায় ভুক্তভোগী মিজানুর রহমান বাদি হয়ে তাদের নামে মামলা দায়ের করে। তাদেরকে গ্রেফতার দেখিয়ে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

 

আককাস সিকদার/ঝালকাঠি