আজকের বার্তা
আজকের বার্তা

পাথরঘাটায় ৪০ মণ বিভিন্ন মাছ জব্দ


আজকের বার্তা | প্রকাশিত: মে ২৫, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ পাথরঘাটায় ৪০ মণ বিভিন্ন মাছ জব্দ
Spread the love

৬৫ দিনের নিষেধাজ্ঞার মধ্যেই বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে বিক্রির সময় বিভিন্ন প্রজাতির ৪০ মণ মাছ জব্দ করেছে পাথরঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তর। তবে এসময় কাউকে আটক করেতে পারেনি তারা। বৃহস্পতিবার (২৫ মে) ভোর ৪টার দিকে এ মাছগুলো জব্দ করা হয়।

 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিছু মাছ ১২টি এতিমখানায় বিতরণ করেন এবং বাকি মাছ নিলামে ৫৫ হাজার টাকায় বিক্রি করে তা কোষাগারে জমা দেন। পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাছ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৪টার দিকে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির ৪০ মণ মাছ জব্দ করা হয়। পরে সে মাছগুলো কিছু এতিমখানায় এবং কিছু বিক্রি করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।