আজকের বার্তা
আজকের বার্তা

পাঁচ মিনিটের বৃষ্টিতে অচল হয়ে পড়ে বরিশাল নগরী: তাপস


আজকের বার্তা | প্রকাশিত: মে ২৪, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ পাঁচ মিনিটের বৃষ্টিতে অচল হয়ে পড়ে বরিশাল নগরী: তাপস

নিজস্ব প্রতিবেদকঃ একটু বৃষ্টি এলেই বরিশাল নগরীর চেহারা বদলে যায়। আর পাঁচ মিনিটের বৃষ্টিতে অচলাবস্থা সৃষ্টি হয়। শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে বছরের পর বছর নগরীর বাসিন্দারা কষ্টভোগ করছে। এর সাথে সড়কের দূর্ঘটনা তো রয়েছে। রাস্তাঘাটের কথা আর নাই বললাম। এইসবের মুল কারন দুর্নীতি ও কমিশন বানিজ্য। নগরবাসী আমার পাশে থাকলে বরিশাল সিটি কর্পোরেশনে কোন সিন্ডিকেট থাকবেনা, কমিশন বানিজ্য ও দুর্নীতি থাকবেনা। দখলের রাজনীতি বন্ধ করে দেওয়া হবে।

 

বুধবার (২৪ মে) সকালে বৃষ্টির মধ্যে ২৩ নং ওয়ার্ডের সাগরদী বাজার ও শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল রোডে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সংবাদকর্মীদের কাছে এসব কথা বলেন জাতীয় পার্টি (জাপা) থেকে বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

 

তিনি আরও বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে, আমাদের চোখ সেখানে থাকবে। বর্তমান নির্বাচন কমিশনারদের উপর সাধারণ মানুষের আস্থা নেই, সেই কারণে বিএনপিসহ অনেক দল নির্বাচনে অংশ গ্রহণ করছেন না। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, পাঁচ সিটি কর্পোরেশন এর নির্বাচন সরকার ও সিইসির ভূমিকার উপর আমাদের ভবিষ্যত পরিকল্পনা করা হবে। ছোট চেয়ার দখলের জন্য বড় চেয়ার থেকে সিটকে পড়বে না আমরা আশাকরি। তিনি জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড এম এ জলিল, নজরুল ইসলাম হেমায়েত, ফোরকান তালুকদার, হাওলাদার মোঃ জাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107