পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেড় লক্ষ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার (২০মে) সকালে উদ্ধারকৃত এসব জাল কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা পুড়িয়ে ফেলে।
জানা যায়, মশারী জাল ব্যবহার করে জেলেরা চিংড়ি পোনা শিকার করে আসছে অনেক দিন থেকে। সংবাদ পেয়ে নৌ-পুলিশ অভিযান পরিচালনা করে।এসময় সাগরে পাতানো অবস্থায় অনেক গুলো মশারী জাল,বেহুন্দী জাল জব্দ করা হয়। ঘাটে এনে পরিমাপ করে দেখা গেছে জব্দ করা বেহুন্দী জাল প্রায় দেড় লক্ষ মিটার।
কুয়াকাটা নৌ-পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে এবং আজ থেকে ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু হওয়ায় নৌ-পুলিশের একটি টিম কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এই জাল জব্দ করে। নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে এসব জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এব্যাপারে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, সাগরে যে কোন অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।এবং ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলাকালে সাগরে কোন মাছ ধরার নৌকা,জাল বা জেলেদের পাওয়া গেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
এসএম আলমাস/কুয়াকাটা (পটুয়াখালী)