আজকের বার্তা
আজকের বার্তা

তজুমদ্দিনে উদ্বোধনের অপেক্ষায় একাডেমী ভবন ও পাঠাগার


আজকের বার্তা | প্রকাশিত: মে ১৩, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ তজুমদ্দিনে উদ্বোধনের অপেক্ষায় একাডেমী ভবন ও পাঠাগার

ভোলার তজুমদ্দিনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও দৃষ্টিনন্দন পাঠাগারের নির্মাণ কাজ শেষ হয়েছে। নবনির্মিত ভবন ও পাঠাগারটি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সূত্র জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবনটি নির্মাণ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইলিয়ান এন্টারপ্রাইজ এন্ড মোল্লা ট্রেডার্স।

 

শিক্ষা প্রকৌশল দপ্তর সারাদেশে জেলা পর্যায়ে ১০ তলা ও উপজেলা পর্যায়ে পাঁচ তলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। সে অনুযায়ী সারাদেশের মধ্যে প্রথম অত্যাধুনিক একাডেমিক ভবন হিসেবে তজুমদ্দিনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনের কাজ সম্পন্ন হয়।

 

ভবনটিতে লিফ্টের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ধরনের সিঁড়ির ব্যবস্থা। এছাড়াও ভবনটিতে বসানো হয়েছে আধুনিক বিশেষ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল। যেটি ব্যবহারের ফলে ৩০% বিদ্যুৎ খরচ কম হবে। গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটি প্রতিনিধিদল একাডেমিক ভবনের কাজ পরিদর্শন শেষে চলতি এসএসসি পরীক্ষার আগেই শিক্ষা প্রকৌশল দপ্তর ভবনটি স্কুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। অন্যদিকে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ও প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) একক প্রচেষ্টায় সাত শতাধিক বই নিয়ে গড়ে তোলা হয়েছে “এম পি শাওন পাঠাগার”।

 

উদ্বোধনের পরই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সরকারি ছুটি ছাড়া বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে পাঠাগারটি।

 

চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে নির্মাণ করা ভবনটিতে শিক্ষার্থীরা শিক্ষার যথাযথ পরিবেশ পাবে। তজুমদ্দিনে প্রথম লিফ্টযুক্ত ভবন নির্মাণ করা হলো।

 

তাছাড়া প্রতিবন্ধীদের জন্য লিফ্ট ছাড়াও রয়েছে বিশেষ সিঁড়ির ব্যবস্থা। অপরদিকে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সাত শতাধিক বই নিয়ে স্থানীয় সংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের নামে গড়ে তোলা হয়েছে “এমপি শাওন পাঠাগার”।

 

স্কুলের একাডেমিক ভবন ও পাঠাগারটি আগামী ১৯শে মে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন উদ্বোধন করবেন। তিনি আরো বলেন এ ধরনের আধুনিক পাঠাগার শুধু তজুমদ্দিনে নয় ভোলা জেলার কোন বিদ্যালয়ে রয়েছে কিনা সন্দেহ রয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107