আজকের বার্তা
আজকের বার্তা

ঘূর্ণিঝড় মোখা: বরিশালে ১১ মেডিকেল কক্ষ ও মেডিকেল টিম গঠন


আজকের বার্তা | প্রকাশিত: মে ১৩, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ ঘূর্ণিঝড় মোখা: বরিশালে ১১ মেডিকেল কক্ষ ও মেডিকেল টিম গঠন

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বরিশাল জেলায় ১১টি নিয়ন্ত্রণ কক্ষ ও ১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

 

তিনি বলেন, সব আশ্রয়কেন্দ্র মিলিয়ে মানুষের ধারণক্ষমতা ২ লাখ ৭০ হাজার পাঁচশত জনের। এছাড়া ৫০ হাজার গবাদিপশুও আশ্রয় নিতে পারবে কেন্দ্রগুলোতে। এছাড়া জেলায় ৮৯৯ টন চাল, ৯ লাখ নগদ টাকা, ৫ হাজার পিস কম্বল, ১৩ বান্ডিল টিন ত্রাণসামগ্রী হিসেবে মজুদ রাখা হয়েছে।

 

অপরদিকে গোটা জেলায় প্রশাসনের পক্ষ থেকে ১১টি নিয়ন্ত্রণ কক্ষ ও ১১টি মেডিকেল টিম গঠনের পাশাপাশি ২ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। সেইসঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন কাজে আরও ২০ বেসরকারি প্রতিষ্ঠান সহযোগীতা করবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107