বরিশাল নগরের উলালঘুনিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫০পিস ইয়াবাসহ বশির হাওলাদার (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। বশির হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকার কাঞ্চল আলী হাওলাদারের ছেল।
এর আগে নগরের ৪ নম্বর ওয়ার্ডে উলালঘুনি এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামেন অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।