বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে ) সকাল সাড়ে ৯ টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম ।
সভার শুরুতে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশ বাহিনীর সব সদস্যকে ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে বিএমপি’তে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রবিউল ইসলাম, সাট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর, মো. আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. ফরিদ উদ্দিন, কনস্টেবল মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. আলমগীর হোসেন খান সহ পাঁচজন সদস্যের অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মাে. ফারুক হােসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসেরসহ বিএমপি’র শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।