নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ৯ মে বরিশালে আসছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান। ওই দিন তিনি বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বরিশাল সিটি নির্বাচনের বিষয়ে প্রশাসনিক কোন দিক নির্দেশনা আমরা এখনো পাইনি। আগামী ৯ মে নির্বাচন কমিশনার নির্বাচন সংক্রান্ত নানা বিষয় নিয়ে বরিশাল সফর করবেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার মহোদয়ের বরিশাল সফরের বিষয়টি আমাদের কমিশন থেকে জানানো হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দিবেন।