আজকের বার্তা
আজকের বার্তা

আগৈলঝাড়ায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৪, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ আগৈলঝাড়ায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়া উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি জাকির ফকির ও অর্ধডজন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী তার ছোট ভাই সালাম ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে জাকির ফকির (৪২) ও তার ভাই সালাম ফকিরকে (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা জিআর ১৫৩/২০ এবং থানার মাদক মামলা নং-১ (১.১১২০) এর সাজাপ্রাপ্ত আসামী।

 

বরিশালের একটি আদালত চলতি বছর ৫ এপ্রিল আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১০ দিনের কারাদন্ডের রায় প্রদান করেন। রায়ের দিন আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

 

ওসি আরও জানান, ২০২০ সালের ১ নভেম্বর রাতে এসআই ফোরকান, এসআই শাহজাহান, এসআই মাহাবুব, এসআই জসীম, এএসআই আক্তারসহ সঙ্গীয় ফোর্সরা অভিযান চালিয়ে জাকির ও কার ভাই সালাম ফকিরকে নিজ বাড়ি থেকে ৫৩পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছিল। ওই ঘটনায় এস আই জসীম বাদী হয়ে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিল।

 

এর আগে মাদক বিক্রি করবে না মর্মে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কাছে আত্মসমর্পণ করেছিল উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি জাকির ফকির। তার ভাই সালামের বিরুদ্ধে বিচারাধীন রয়েছে অর্ধডজনের বেশী মাদক মামলা। বৃহস্পতিবার সকালে সাজাপ্রাপ্ত দুই ভাইকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে পুলিশ।

 

তপন বসু/আগৈলঝাড়া, বরিশাল


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107