বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। আজ বুধবার বেলা আড়াইটার দিকে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করীম তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব আহমেদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নেতা আফজালুল করীম বলেন, ‘আজ আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ১৬ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তা জমা দেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তা আমাদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সব বিধিবিধান মেনে কাজ করব।’
বুধবার সন্ধ্যা পর্যন্ত বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ছয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে স্বতন্ত্র তিনজন, আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির (জাপা) ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ ফয়জুল করিম ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ১২ জুন। ১৬ মে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। ১৮ মে বাছাই, ১৯ থেকে ২১ মে বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ মে আপিল নিষ্পত্তি, ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৬ মে প্রতীক বরাদ্দ করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। বরিশাল সিটিতে বর্তমানে মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫।