আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে দোকানে দুর্ধর্ষ চুরি


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৩ ২:২১ অপরাহ্ণ বরিশালে দোকানে দুর্ধর্ষ চুরি

অভিনব কাদায় বরিশালে দিনের বেলায় একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

সিসিটিভির ফুটেজে দেখা যায়, বরিশাল নগরের বগুড়া রোডের জননী মোবাইল শপের সামনে সাত থেকে আটজন ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর তারা বিছানার চাদর দিয়ে দোকানের শাটার ঢেকে দেয়। ছাতা হাতে নিয়ে আরেকজন চারপাশে নজরদারি করতে থাকে। শাটার ভেঙে দোকানের ভেতরে দুজন ঢোকে। চালায় লুটপাট। সকাল ৬টা ৫৪ মিনিটে চুরি শেষে মালামাল নিয়ে চলে যায় চোরের দল। দোকান মালিক ও কর্মচারীরা জানান, মাত্র ৫৪ মিনিটে সাতটি ব্র্যান্ডের ৩০ থেকে ৩৫ লাখ টাকার মোবাইল চুরি করেছে চোর চক্রটি।

 

কর্মচারীরা জানান, রাত ১০টায় দোকান বন্ধ করে চলে যাবার পর সকাল ৯টায় দোকান খুলতে এসে দোকানের শাটারে তালা না পেয়ে দ্রুত দোকানে ঢোকা হয়। এরপর নামি-দামি মোবাইলগুলো না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

 

জননী মোবাইল শপের মালিক জামাল উদ্দিন আহমেদ বলেন, এমন চোর চক্র এর আগে অনেকগুলো দোকান চুরি করেছে। এবার আমারটা করলো। যত দ্রুত সম্ভব এদের আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি।

 

সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে বলে জানিয়েছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

 

এদিকে দিনের বেলায় শহরে ব্যস্ততম সড়কে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। একই স্টাইলে গত এক বছরে এমন পাঁচটি চুরির ঘটনা ঘটেছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107