আজকের বার্তা
আজকের বার্তা

তরকারিতে ঝাল না দেওয়ায় পুত্রবধূকে বকা, অতঃপর


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ তরকারিতে ঝাল না দেওয়ায় পুত্রবধূকে বকা, অতঃপর

পুত্রবধূর সঙ্গে দ্বন্দ্বের জেরে স্বামীর ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন শাশুড়ি সফুরা বেগম (৫৫)। বুধবার ইফতারের আগ মুহূর্তে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম আমড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

স্থানীয় ইউপি সদস্য পিন্টু মুন্সি বলেন, স্থানীয় রহমান মুন্সির ছোট ছেলে রিয়াজ বিদেশে থাকেন, তার স্ত্রী খালেদা বেগম শ্বশুরবাড়িতে থাকেন। আমরা যতটুকু জানতে পেরেছি তরকারিতে ঝাল কম দেওয়ায় পুত্রবধূকে গালমন্দ করেন সফুরা। এসময় তার স্বামী রহমান মুন্সি পুত্রবধূর পক্ষ নেন। এ নিয়ে রহমান মুন্সি ও সফুরার মধ্যে শুরু বাগবিতণ্ডা। পরে অভিমান করে স্বামী ও পুত্রবধূর সামনেই বিষপানে আত্মহত্যা করেন সফুরা।

 

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম‌ বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107