বরগুনার তালতলীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর খাল থেকে সাফিয়া বেগম (৫০) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার শারিকখালি ইউনিয়নে দক্ষিণ নলবুনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাফিয়া ওই উপজেলার দক্ষিণ নলবুনিয়া গ্রামের আলমের স্ত্রী।
স্বামীর পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত ২ এপ্রিল রাত থেকে সাফিয়ার কোনো খোঁজ নেই। অনেক খোঁজাখুঁজির পর বুধবার বাড়ির পেছনে একটি খাল থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলাও করা হয়েছে। প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।