বরিশালের আগৈলঝাড়া ৬৫০জন কৃষককে সরকারের কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সোমবার সকালে কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫শ ৫০জন চাষিকে উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি করে আউশ বীজ, ১০ কেজি করে ড্যাপ ও এমওপি রাসায়নিক সার ও ১শ কৃষককে উন্নত জাতের ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।
তপন বসু/আগৈলঝাড়া