আজকের বার্তা
আজকের বার্তা

ক্যান্সার আক্রান্ত রিপনের বাঁচার আকুতি !


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ ক্যান্সার আক্রান্ত রিপনের বাঁচার আকুতি !

দিনমজুর রিপন হাওলাদার (৪৩) মরণঘাতী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। গত ২৬ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর আলমানার হসপিটালে তার লিভার থেকে বৃহৎ আকারের একটি টিউমার অপসারন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ টিউমারটি ক্যান্সার টেস্টে পাঠালে তাতে ক্যান্সারের জিবাণু পাওয়া যায়।

 

রিপন হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মরহুম আব্দুল খালেক হাওলাদারের ছোট ছেলে। রিপন বর্তমানে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে শ্বশুড় বাড়িতে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

তার বড় ছেলে মাহাতাব (৯) স্থানীয় হরিদ্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়াশুনা করে। তায়েবা নামে তার ৬ মাস বয়সের একটি শিশু কন্যা রয়েছে।

 

রিপন হাওলাদার জানান, তার শ্বশুর মোঃ জাকির হোসেন প্রাইমারি স্কুলের (অবঃ) শিক্ষক। বৃদ্ধ শ্বশুর পেনশনের কষ্টার্জিত ব্যাংকে জমানো তিন লক্ষ টাকা দিয়ে ঢাকার আলমনার প্রাইভেট হসপিটালে জামাতা রিপনের অপারেশন করান। রিপনের লিভার থেকে প্রায় ১.৫ (দেড়) কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়। অপারেশনের তিন মাস যেতে না যেতেই লিভারে আবারো বড় আকারের টিউমার ধরা পড়েছে। এর তীব্র যন্ত্রনায় দিন-রাত বিছানায় কাতরাচ্ছে রিপন। নতুন করে আবারও চিকিৎসা করানোর সঙ্গতি নেই তার। ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সে।

 

রিপন ও তার পরিবারের চোখে অমানিশার ঘোর অন্ধকার নেমে এসেছে। নিরুপায় রিপন তার অসহায় পরিবার সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন। রিপন হাওলাদারের সাথে যোগাযোগ করার মাধ্যম ০১৬৩৬৯৩৫৪০০।

 

রাহাদ সুমন/বানারীপাড়া


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107