বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম হাওলাদার (২৪) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২ এপ্রিল) সকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শামীম ওই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।
তার সহযোগী ও অপর ব্যবসায়ী মো. শাহজালাল তালুকদার জানান, গত চারদিন ধরে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে ঘেরের পানি সেচ দিয়ে মাছ ধরা হচ্ছে। অন্যদিনের মতো রোববার সকালে পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শামীম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব মণ্ডল জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।