বরিশালে সন্তানের আবদার পূরনে নতুন মোটর সাইকেল কিনে দিয়েছেন বাবা। সেই মোটর সাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে প্রান গেছে সন্তানের। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নগরীর বেলতলা ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকায়। বিপরীতমুখী একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ফারদিন গাজী (১৮)। সে ভাটিখানার মুন্সী বাড়ীর এনামুল হক গাজির ছেলে। দুর্ঘটনায় তার সঙ্গী দুজনও আহত হয়েছেন। সঙ্গী ইমন ও রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রতিবেশি নেহাল জানান, দুই মাস পূর্বে সন্তানের আবদার পূরন করতে ইয়ামাহা কোম্পানীর এফজেড ব্রান্ডের মোটর সাইকেল কিনে দেয় তার বাবা।
শুক্রবার দুপুরে আরো দুই সঙ্গী ইমন ও রায়হানকে নিয়ে সদর উপজেলার তালতলী বাজারের উদ্দেশ্যে রওনা দেয় ফারদিন গাজী। দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ইসলামিয়া কলেজ এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। তখন বিপরীতদিকগামী অটোরিক্সার (ইজিবাইক) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর সামনের গøাস ভেঙ্গে মাথায় ভেতর ঢুকে যায় ফারদিনের। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ভর্তির কিছু সময় পর মৃত্যু হয়েছে ফারদিনের।
মহানগর পুলিশের কাউনিয়া থানার এসআই সুজিত জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।