বরিশাল নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন। শুক্রবার রাত সাড়ে ১০টায় নগরীর কালিবাড়ি রোডের মহানগর পুলিশের ট্রাফিক অফিসের সামনে বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সিটি করপোরেশনের রোড ইন্সপেক্টর রাকিবুল ইসলা-ম জানান, ল্যান্ড ইউজার সার্টিফিকেট না নিয়েই অবৈধভাবে বড় জায়গাজুড়ে দুইটি টিনশেড দোকান নির্মান করা হয়েছিলো।
তিনি জানান, আমরা ঘটনাস্থলে এসে যারা এই দোকান উঠিয়েছিলো তাদের মালামাল সরিয়ে নেওয়ার সময় দেই। তারা মালামাল সরিয়ে নিলে উচ্ছেদ অভিযান করা হয়। বাকিটা উর্ধ্বতন কতৃপক্ষ বলতে পারবে।