পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের এ+ প্লাস প্রাপ্ত ছাত্রীদের মাঝে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে সৌজন্য মূলক পাঠ্য বই বিতরণ করা হয়।
শনিবার দুপুরে উপজেলার তাসমিমা ভিলায় এ পাঠ্য বই বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত হোসেন খোকন, সিনিয়র সহকারী অধ্যাপক হাসিনা বেগম সহ কলেজের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।