আজকের বার্তা
আজকের বার্তা

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু
Spread the love

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চামেলী রানী (৫৫) নামে এক পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬মার্চ) সন্ধ্যায় উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর কলারন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চামেলী রানী ওই এলাকার মৃত জীবন সিকদারের স্ত্রী। তিনি উপজেলা পরিবার কল্যাণ সহকারী হিসেবে ওই এলাকায় কর্মরত ছিলেন।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার দিকে তিনি নিজ ঘরের ট্রাঙ্কে (বাক্স) থাকা কাপড় নামাতে যান। এ সময় ওই লোহার ট্রাঙ্কটি আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি তা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থালেই মারা যান।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল ও ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।