আজকের বার্তা
আজকের বার্তা

কলাপাড়া পাখিমারার খাল খননের দাবিতে কৃষকের মানববন্ধন


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ কলাপাড়া পাখিমারার খাল খননের দাবিতে কৃষকের মানববন্ধন
Spread the love

কৃষি কাজের জন্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারার খাল খননের দাবিতে খালের ভরাট হওয়া অংশে অবস্থান করে কৃষকরা মানববন্ধন সমাবেশ করেছেন। সোমবার দুপুরে কৃষকরা এ মানববন্ধন করেন।

 

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক জাকির হোসেন গাজী, উন্নয়ন কর্মী ইমন আল আহসান, কৃষক কুদ্দুস হাওলাদার প্রমুখ। কৃষকরা জানান, ১০ কিলোমিটার দীর্ঘ পাঁচ শ ফুট প্রস্থ পাখিমারার খালটির দুই পাড়ের ১১ গ্রামের হাজারো কৃষক মিঠা পানি সংরক্ষণের মাধ্যমে সারা বছর সবজিসহ রবিশস্য, আামন ও বোরোধান আবাদ করেন। কিন্তু খালটির কুমিরমারা অংশের প্রায় আধা কিলোমিটার এলাকা ভরাট হয়ে গেছে। এখন সেখানে ফুটবল খেলার মাঠ হয়েছে। মানুষ মোটরসাইকেল নিয়ে চলাচল করে। একারণে দুই পাড়ের কৃষকরা আবাদ করা বোরো ও রবিশস্যের ক্ষেতে সেচ দিতে পারছেন না। কৃষি কাজে বিপর্যয় দেখা দিয়েছে। কৃষকরা অবিলম্বে খালের ভরাট হওয়া অংশ খননের দাবি জানান।

 

তারা আরও জানান, সরকারিভাবে অনুমতি পেলে কৃষকরা নিজের উদ্যোগে খনন করে মিঠা পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন করতে পারবেন। কৃষকরা বলেন, ‘আমরা ত্রাণ চাই না,খাল খনন করে মিঠা পানি দেন’। তাইলে আমরা কৃষি উৎপাদন করতে পারবো।

 

উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ জানান, কৃষি উৎপাদনের স্বার্থে মিঠা পানি সংরক্ষণের জন্য খালটি খননের জন্য চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, কৃষকের স্বার্থে খালটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

মেজবাহ উদ্দিন মাননু/কলাপাড়া