পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার (২৫মার্চ) নানা কর্মসূূচির মধ্যদিয়ে গণহত্যা দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল গণহত্যার উপর বিশেষ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণী, নিহতদের স্মরণে বিভিন্ন উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থণা, গণহত্যা ও মুুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য, সাংস্কৃতিক অনুুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা ও উপজেলা সদরে জরুরী পরিষেবা দপ্তর ছাড়া ১মিনিটের জন্য ব্লাক আউট পালন করা হয়।
উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসি আসিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্ছু হাওলাদার, নিজামুল হক নান্না মাস্টার, আব্দুল বারেক সিকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম প্রমুখ।
এসময় সরকারি ,বেসরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।