পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যদায় পালন করেছে ২৫ মার্চ গণহত্যা দিবস ।একই সাথে উপজেলা আ’লীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করেছেন।
গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন শহীদ মাখন লাল দাশ মিলানায়তনে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করেন। অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কবিতা আবৃতি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজ সেবীকা অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, মঠবাড়িয়া ওসি (অপারেশন) আবদুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।