দোকানপাট খুলে দেয়ার প্রথম দিনে বাবুগঞ্জে উপচে পড়া ভীড়
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
আরিফ হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধি ॥
সারাদেশে টানা ১১ দিনের বিধিনিষেধের পরে গতকাল রোববার খুলেছে শপিংমল ও দোকানপাট। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে বেচাকেনা করতে হবে। শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার প্রথম দিনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, বাজারের বিপনি বিতান গুলোতে ক্রেতাদের উপছেপড়া ভিড় । সকাল ১০টা থেকেই দোকানিরা ব্যাস্ত সময় পার করছেন। কাঙ্ক্ষিত ক্রেতা পেয়ে খুশি দোকানীরা। তবে অনেক ক্রেতা সাধারণের স্বাস্থ্যবিধি না মেনে বাজারে আসতে দেখা গেছে। এমনকি অনেক প্রতিষ্ঠানে ছিলনা কোন সামাজিক দুরত্ব। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার ব্যবসায়ী মোঃ সামিম জানান, সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কারণ গতকাল ১১ দিন পরে দোকান খুলেছি। এখন হয়তো পরিবার পরিজনদের নিয়ে কোন রকম বেচে থাকতে পারবো। বাবুগঞ্জ বন্দর বাজারের ব্যবসায়ী মোঃ ফিরোজ জানান, ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়েছি। দোকান খোলা থাকলে হয়তো সংসার চালানো সম্ভব হবে । অপরদিকে করোনাভাইরাসের প্রভাবে হোম কোয়ারেন্টাইনে থাকায় আয় রোজগার বন্ধ হয়ে যাওয়া এবং চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করা অনেক মানুষকে জীবন জীবিকার সন্ধানে শহরমুখী হতে দেখা গেছে।