আজকের বার্তা
আজকের বার্তা

গৌরনদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ গৌরনদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে বায়েজিদ সরদার (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বায়েজিদ গৌরনদী পৌরসভার গোবর্ধন মহল্লার মুজাম সরদারের ছেলে।

 

বায়েজিদের চাচা মনির সরদার জানান, সোমবার সকালে বায়েজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী আব্দুল ব্যাপারী। বায়েজিদকে নিয়ে ভ্যানে করে তিনি বালিয়ারপাড় নামক এলাকায় যান। এর আধা ঘণ্টা পর কর্দমাক্ত বায়েজিদকে অচেতন অবস্থায় বাড়ি নিয়ে আসেন আব্দুল।

 

বায়েজীদকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বায়েজিদের মৃত্যু হয়। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দীন জানান, শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল পলাতক। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।