আজকের বার্তা
আজকের বার্তা

২য় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী ও ১ম স্ত্রীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৩ ১:০২ অপরাহ্ণ ২য় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী ও ১ম স্ত্রীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
Spread the love

মোঃ জিয়াউদ্দিন বাবুঃ ২য় স্ত্রীকে হত্যা করায় স্বামী ও ১ম স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। গতকাল বরিশালের জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা ওই রায় প্রদান করেন।

 

রায় ঘোষণার পর পরই স্বামী ও স্ত্রীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ওই আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম মামলার নথির বরাদ দিয়ে আজকের বার্তাকে জানান দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে বাকেরগঞ্জের নলুয়া গ্রামের আল আমিন ফকির ও প্রথম স্ত্রী ফাতেমা বেগম কে ২য় স্ত্রী মাহিনুর বেগমকে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

 

বেঞ্চ সহকারী আরো জানান, ২০২০ সনের ১৫ ই জুন সকাল ৬ টার সময় আসামীরা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ৮ নং নলুয়া ইউনিয়নের আকালকাঠি গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম হাওলাদারের বসত ঘর থেকে ৩ শত গজ দুরে উত্তর বেড়ি বাধের পূর্ব পাশের ঢালে আসামীরা বাদীর মা মাহিনুর বেগমকে নির্মম ভাবে হত্যা করে। ঘটনার ১ বছর পূর্বে বিয়ে হয়।

 

এর আগে মাহিনুর বেগমের আরেকটি বিয়ে ছিলো সেই ঘরে এক ছেলে সন্তান রয়েছে। স্বামীর সাথে বনিবানা না হওয়ায় তালাক হয়ে যায়। তালাক হবার কিছুদিন পর আসামী আল আমিন ফকিরের সাথে মহিনুর বেগমের বিয়ে হয়। বিয়ে নিয়ে আল আমিন ফকিরের সাথে প্রায় ১ম স্ত্রী ফাতেমা বেগমের সাথে ঝগড়া হতো।

 

এ নিয়ে আল আমিন ২য় স্ত্রীকে প্রায়ই মারধর করত। এক পর্যায়ে ১ম স্ত্রীর কথামতো ২০২০ সনের ১৫ জুন ২য় স্ত্রী মাহিনুর বেগমকে হত্যা করে। এ ব্যাপারে মাহিনুর বেগমের ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ২০২০ সনের ১৬ জুন মামলা দায়ের করেন। ২০২০ সনের ২৫ ডিসেম্বর বাকেরগঞ্জ থানার এস আই আকরাম হোসেন মামলার চাজর্শীট দেন। মাহিনুর বেগমকে হত্যার সময় ৭ মাসের অন্তঃসত্তা ছিলেন। আদালত ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।