আজকের বার্তা
আজকের বার্তা

বিএনপির বিভাগীয় সমাবেশের মাঠ পরিদর্শন


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ বিএনপির বিভাগীয় সমাবেশের মাঠ পরিদর্শন

স্টাফ রিপোর্টারঃ বরিশালে ০৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশের মাঠ জিলা স্কুল প্রাঙ্গণ পরিদর্শন করেছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন শেষে নগরীতে লিফলেট বিতরণ করেন নেতারা।

 

এসময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন বলেন, খালেদা জিয়ার মুক্তি, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিদ্যুৎ-গ্যাস, নিত্যপণ্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে সমাবেশ হবে। এই সমাবেশে অতীতের মত জনস্রোত হবে।

 

আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহŸায়ক মনিরুজ্জামান খান ফারুক, উত্তর জেলা বিএনপির আহŸায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সদর উপজেলা বিএনপির আহŸায়ক নুরুল আমিন।