আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০৭, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

 

শনিবার দুপুরে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

এ সময় যুবদলের নেতারা তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশসহ সব মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান তারা।

 

সমাবেশে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদের নেতৃত্বে মহানগর ও জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।