পটুয়াখালী কলাপাড়া যথাযথ চিকিৎসা না দিয়ে দায়িত্ব পালনে অবহেলায় স্বপন সিকদার নামের এক রোগীর মৃত্যু হয়েছে ; এমন অভিযোগে কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন ও সিনয়র স্টাফ নার্স মোসাম্মৎ আসমাকে আসামি করে মামলা করা হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার এ মামলা করেছেন অ্যাডভোকেট নুরুজ্জামান সিকদার।
মামলায় বলা হয়েছে, গত ২১ ডিসেম্বর সকালে নুরুজ্জামান সিকদার তার ভাইয়ের ছেলে স্বপন সিকদারকে শ্বাসকষ্ট জনিত কারণে মুমূর্ষু অবস্থায় ডাঃ জেএইচ খান লেলিনের শরণাপন্ন হন। কিন্তু তারা সুচিকিৎসা পায়নি। এমনকি রোগীর শ্বাসকষ্ট থাকলেও অভিযুক্ত নার্স অক্সিজেন মাস্ক পড়ায়নি। এক পর্যায়ে বেলা আড়াইটার সময় রোগী স্বপন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর কোন প্রতিকার না পেয়ে বাদী আদালতে মামলা করেন।
আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে ডাঃ জেএইচ খান লেলিন জানান, ওই রোগীকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আর মৃত্যুকালে তিনি সরকারি কাজে হাসপাতালের বাইরে ছিলেন।
মেজবাহউদ্দিন মাননু