আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে নির্মিত হচ্ছে শহীদ রব সেরনিয়াবাত প্লেয়ার হোস্টেল


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০৩, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ বরিশালে নির্মিত হচ্ছে শহীদ রব সেরনিয়াবাত প্লেয়ার হোস্টেল

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্লেয়ার হোস্টেল (আবাসিক)। ইতিমধ্যে প্লেয়ার হোস্টেলটির প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে।

 

নগরীর বান্ধ রোড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম সংলগ্ন নির্মিয়মান প্লেয়ার হোস্টেলটি হবে তিন তলা বিশিষ্ট। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে নির্মাণাধীন ভবটির প্রকল্প ব্যয় প্রায় ৫ কোটি ৫৪ লাখ টাকা।

 

বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে (জিওবি) নির্মানাধীন আবাসিক ভবনটিতে ভিআইপি ও সাধারন রুমসহ খেলোয়ারদের জন্য থাকবে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন জিমনেসিয়াম। বর্তমানে নির্মানাধীন আবাসিক ভবনটিতে চলছে শেষ পর্যায়ের কাজ।

 

এ প্রসঙ্গে জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামটি সব ধরনের খেলাধুলার জন্য ব্যবহার করা হয়। বর্তমানে একটি আধুনিক প্লেয়ার হোস্টেল নির্মান ও স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরনের কাজ চলছে।