আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২ ১:০০ পূর্বাহ্ণ বরিশালে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড
Spread the love

মোঃ জিয়াউদ্দিন বাবুঃ হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ ভাইকে যাবজ্জীবন কারাদন্ড (অমৃত্যু নয়) সহ ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

গতকাল বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ টি এম মুসা ওই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে গৌরনদী থানার দক্ষিণ বাউরগতি গ্রামের সোবহান তালুকদারের ২ ছেলে জুয়েল তালুকদার ও সাদ্দাম তালুকদার । এছাড়া এ মামলায় অপর জুয়েল বেপারী, শাহাদত হোসেন লিটন, ছাহেদ তালুকদার। জুয়েল বেপারীকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ১ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। অপর আসামী শাহাদত হোসেন লিটন, ছাহেদ তালুকদারকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ১ হাজার টাকা জরিমানা দন্ডে দন্ডিত করা হয়েছে। অপর আসামী ডলিম ফকির, হান্নান মোল্লা রাসেল ঘরামী, রাবেয়া খাতুন কে খালাস দেয়া হয়েছে। ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ সবুজ আহমেদ জানান, গৌরনদীর দক্ষিন বাউরগতি গ্রামের অধিবাসী এবং মামলার বাদী আক্তার বেপারী (২৮) মামলায় উল্লেখ করেন তার ছোট ভাই শামীম বেপারী (২৬) ঢাকায় চাকুরী করে।

 

পরে চাকুরী ছেড়ে বাড়ী চলে আসে। ২০১১ সনের ১ মে থেকে বাদীর ভাই শামীম বেপারী নিখোজ হয়। ২০১১ সনের ৪ মে আলম সরদারের পানের বরজে শামীমের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে ২০১১ সনের ৪ মে গৌরনদী থানার দক্ষিণ বাউরগতি গ্রামের আক্তার বেপারী বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৪ সনের ১৭ জুন মামলার চাজর্শীট দেন সিআইডর পুলিশ পরিদর্শক ছাইয়েদুর রহমান। আদালত ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিকালে ওই রায় দেন।