আজকের বার্তা
আজকের বার্তা

ববি শিক্ষার্থী ইমনের গায়েবানা জানাযা অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৯, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ ববি শিক্ষার্থী ইমনের গায়েবানা জানাযা অনুষ্ঠিত
Spread the love

সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যবরণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল খলিল ইমন।

 

আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা সাড়ে বারোটায় গায়েব‍ানা জানাজা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাথে জানাজায় অংশ নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. ছাদেকুল আরেফিন, ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া সহ সাধারণ শিক্ষার্থীরা।

 

পরবর্তীতে তাঁরা নিহত (ইমন) এর মৃত্যুর সঠিক তদন্ত এবং পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

 

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে বলা হয়, সাকুরা বাস কর্তৃপক্ষকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। চিকিৎসার গাফিলতির কারণ তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। সাকুরা বাসের রুট পারমিট সাময়িকভাবে বাতিল করতে হবে। প্রত্যেক বাসকে জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় এনে অতিরিক্ত গতির জন্য স্বয়ংক্রিকরণ ব্যবস্থা করতে হবে। স্পিডলক ব্যবস্থা কার্যকর করতে হবে।

 

বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে থেকে শুরু করে ভোলা-পটুয়াখালী মহাসড়কে এসে শেষ হয়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের যে দাবিগুলো নিয়ে আন্দোলন চলছে সেটা যৌক্তিক। সাকুরা পরিবহনকে এর ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্রুত সমাধানে লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের কাছে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় চেয়েছি ৷ আশা করি শিক্ষার্থী ও বাস মালিক সমিতি ও প্রশাসন সবাই মিলে এর একটি সুষ্ঠু সমাধান হবে । তিনি আরও বলেন, স্পিড নিয়ন্ত্রণের বিষয়ে সড়ক ও পরিবহন মন্ত্রনালয়ে চিঠি প্রদান করা হবে ৷

প্রসঙ্গত, গত শনিবার ইমন রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন ৷ এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরতর আহত হন তিনি ৷

পরিচয়ের অভাবে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপেলেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজে তা‍ঁর চিকিৎসাসেবা না মেলায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে দাবি স্বজন ও সহপাঠীদের ৷